প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পাশাপাশি বৃহস্পতিবার ভারতের চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এদিন অন্ধ্রপ্রদেশ, উড়িষা, অরুণাচল প্রদেশ ও সিকিম রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। প্রাথমিকভাবে পাওয়া ফল অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে রাজ্যের ১৭৫টি বিধানসভার ফলাফলে টিডিপি এগিয়ে ২৫টি আসনে, ওয়াইএসআরসিপি এগিয়ে রয়েছে ১৪৮টি আসনে। বিজেপি ও কংগ্রেস কোনো আসনে এগিয়ে নেই।
অন্যরা এগিয়ে রয়েছে দুইটি আসনে। উড়িষা বিধানসভার ১৪৭টি আসনের মধ্যে বিজেডি এগিয়ে ১০১টি আসনে, বিজেপি এগিয়ে ২৮টি আসনে। কংগ্রেস এগিয়ে ১৫টি আসনে। বিএসপি কোনো আসন পায়নি। অন্যরা পেয়েছেন একটি আসন। অরুণাচল প্রদেশের ৬০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ২৪টি আসনে, কংগ্রেস এগিয়ে চারটি আসনে। এনসিপি ও এনপিপি কোনো আসনে এগিয়ে নেই। অন্যরা এগিয়ে ছয়টি আসনে। সিকিমের ৩৪টি আসনের মধ্যে এসডিএফ এগিয়ে ২২টি আসনে, এসকেএম, কংগ্রেস ও বিজেপি খাতা খুলতে পারেনি, অন্যরা এগিয়ে ১২টি আসনে। পশ্চিমবঙ্গের আটটি বিধানসভা আসনে নির্বাচন হয়েছে। এর মধ্যে চারটি বিধানসভার মধ্যে দার্জিলিং, কৃষ্ণগঞ্জ, হবিবপুর এবং ভাটপাড়া কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি। কান্দি বিধানসভায় এগিয়ে কংগ্রেস। বাকিগুলোতে এগিয়ে রয়েছে তৃনমূল কংগ্রেস। রাজ্যের নজরকাড়া দার্জিলিং বিধানসভা কেন্দ্রে ৪০ হাজার ভোটে জয়ের পথে এগিয়ে যান বিজেপি প্রার্থী নীরজ জম্বা। ভাড়পাড়া বিধানসভা কেন্দ্রে প্রায় ২১ হাজার ভোটে জয়ের পথে এগিয়ে যান বিজেপি প্রার্থী পবন সিং।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |