logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
বললেন মেহবুবা
কংগ্রেসের একটা অমিত শাহ চাই!
আলোকিত ডেস্ক

ফেব্রুয়ারিতে ভারতীয় সেনার কনভয়ে জঙ্গি হামলার পর থেকে জঙ্গি দমন নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় কাশ্মীরজুড়ে। এরই মধ্যে লোকসভা নির্বাচনের ভোটপর্ব সম্পন্ন হয়। আর সেই ভোটপর্বেও জঙ্গিদের নজর ছিল। তবে সব বাধা কাটিয়ে ভোটে অংশ নিয়েছে জম্মু-কাশ্মীর। এবার নির্বাচনে কাশ্মীরে পিডিপির ঝুলিতে কিছুই নেই। কার্যত বিজেপির হাত ছাড়ার পর থেকেই মেহবুবা মুফতির পিডিপি এখন ব্যাকফুটে। ভোটের ফলাফল আসতেই মেহবুবা মুফতি টুইট বার্তায় বিজেপিকে শুভেচ্ছা জানান, পাশাপাশি কংগ্রেসের একজন অমিত শাহ দরকার বলেও মন্তব্য করেন মুফতি। অন্যদিকে, বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও। ওয়ানইন্ডিয়া

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]