প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
মার্কিন প্রতিরক্ষা প্রধান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে ঠেকানোর চেষ্টা করছে, যুদ্ধ শুরু করছে না। কংগ্রেস সদস্যদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এমন কথা বললেন। খবর এএফপির
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শনাহান সাংবাদিকদের বলেন, ‘এটা যুদ্ধ নয়, বাধা। আমরা যুদ্ধে জড়াতে যাচ্ছি না।’ ইরানের হুমকি মোকাবিলায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের নেওয়া কঠোর পদক্ষেপের কৃতিত্ব শনাহানের। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে উপসাগরীয় অঞ্চলে এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন। শনাহান বলেন, ‘আমরা আমেরিকার স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের বিরুদ্ধে হামলা ঠেকিয়েছি।’
তিনি বলেন, ‘এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি ইরানের ভুল পদক্ষেপ মোকাবিলাকে। আমরা চাই না, পরিস্থিতির অবনতি ঘটুক।’ পম্পেও বলেন, তিনি ও শনাহান ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর তাদের বিগত ৪০ বছরের সন্ত্রাসী তৎপরতার আলোকে তেহরানের কর্মকা- তুলে ধরেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |