logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
দিল্লিতে ২০ হাজার কর্মীকে বিজেপির আমন্ত্রণ
আলোকিত ডেস্ক

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয়ে দলের ২০ হাজার কর্মীকে রাজধানী নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা দিতেই ডেকে পাঠানো হয়েছে তাদের। এরই মধ্যে উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে বিজেপি হেডকোয়ার্টারে। বৃহস্পতিবার সকাল থেকেই যজ্ঞ চলছে বিজেপির হেডকোয়ার্টারের সামনে। সেখানে নরেন্দ্র মোদির জন্য করা হচ্ছে প্রার্থনা। মোদিকে শুভেচ্ছা জানানোর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দলের তরফে। ২০ হাজার কর্মীকে আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় মোদিকে স্বাগত জানানোর কথা ওই কর্মীদের। এদিকে বিজেপির বিজয়ী নেতাদের ২৫ মে’র মধ্যে দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে ৩ শতাধিক আসন জয়ে বিজয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মোদির এ বিশাল জয়ে উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা। এনডিটিভি, আনন্দবাজার

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]