প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
আগামী মাসে ইউরো ২০২০ বাছাইপর্বকে সামনে রেখে ইনজুরি আক্রান্ত লা লিগার দুই খেলোয়াড় টনি ক্রুস ও মার্ক-আন্দ্রে টের স্টেগানকে ছাড়াই ২২ সদস্যের জার্মানি দল ঘোষণা করেছেন কোচ জোয়াকিম লো। সদ্যই মাদ্রিদের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছেন মিডফিল্ডার ক্রুস। তার সঙ্গে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগানও আগামী ৮ জুন বেলারুস ও তিন দিন পরে এস্তোনিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে দল থেকে ছিটকে গেছেন। দুজনই পায়ের ইনজুরিতে ভুগছেন। গ্রুপ ‘সি’ তে জার্মানি এখনও অপরাজিত রয়েছে। মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ গোলে জয়ী হয়েছিল লো শিষ্যরা। তবে এক ম্যাচ বেশি খেলে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে নর্দান আয়ারল্যান্ড। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনে জানিয়েছে, ‘এ মুহূর্তের জন্য অধিনায়ক ম্যানুয়েল নয়্যারকে দলভুক্ত করা হয়েছে। যদিও বায়ার্ন মিউনিখের এই গোলকিপার কাফ ইনজুরিতে ভুগছেন। জার্মানি লিগে শেষ পাঁচটি ম্যাচেও তিনি অনুপস্থিত ছিলেন। বেভারিয়ান্সরা আশা করছেন, শনিবার আর বি লিপজিগের বিপক্ষে বার্লিনে জার্মান কাপ ফাইনালে নয়্যার খেলতে পারবেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |