প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
২০১৯ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ছিলেন ১৮ জন, সাকিব-তামিমসহ নিয়মিতদের সবাই। তবে ৪ সেপ্টেম্বর থেকে শুরু এ ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব, তামিমসহ জাতীয় দলের কেউ শেষ পর্যন্ত খেলছেন না। বরং সুযোগ পেয়েছেন তরুণ আফিফ হোসেন। সুযোগ পেয়েছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে। এ দলেই গতবার খেলেছেন মাহমুদউল্লাহ। তার বদলে সুযোগ হলো আফিফের। ২০১৭ বিপিএলে খুলনা টাইটানসের হয়ে আলো ছড়িয়েছিলেন। গত বিপিএলে আফিফ খেলেছেন সিলেট সিক্সারসের হয়ে। এর আগে সিপিএলে বাংলাদেশিদের মধ্যে খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। ট্রিনবাগো নাইট রাইডার্সের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি মেহেদি হাসান মিরাজের।
শুরুতে ২১ আগস্ট থেকে হওয়ার কথা থাকলেও ভারত সফরের কারণে এবারের সিপিএল পিছিয়ে শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর থেকে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |