প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
রংপুর মহানগরীর দরিদ্র ও দুস্থ বিধবাদের ভাতা প্রদান কর্মসূচি চালু করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রসিক নতুন ভবনের হল রুমে মহানগরীর ০১ থেকে ১১নং ওয়ার্ডের ৯৭ জন দরিদ্র ও দুস্থ বিধবার মধ্যে এ ভাতা প্রদানের মধ্যে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত সচিব আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম দেওয়ানী, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাহফুজার রহমান মাফু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুনার রশিদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছা. নাছিমা আক্তার, মেয়র মহোদয়ের সহকারী একান্ত সচিব কাজী জাহিদ হোসেন লুসিড, সাধারণ শাখার শাখা প্রধান মো. নাঈমুর রহমান নাঈম ও কঞ্জারভেন্সি শাখার শাখা প্রধান মো. শাহীনুর রহমান শাহিন।
উল্লেখ্য, রসিকের উদ্যোগে রংপুর মহানগরীর ২৯১ জন দরিদ্র ও দুস্থ বিধবার মধ্যে পর্যায়ক্রমে এ ভাতা প্রদান করা হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |