logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ফেনসিডিলসহ শহিদুল ইসলাম নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, শহিদুল ইসলামের কাছ থেকে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শহিদুল শ্যামপুর এলাকার আবদুল মালেকের ছেলে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]