
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক পোর্ট কানেকটিং ও আগ্রাবাদ এক্সেস রোডের কার্পেটিং লেয়ারের কাজ শুরু হয়েছে। বুধবার সকালে পোর্ট কানেকটিংস্থ নিমতলা এবং পরে পোর্ট কানেকটিং জংশনে আগ্রাবাদ এক্সেস রোডের কার্পেটিংয়ের কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আলহাজ আজম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী লে. কর্র্নেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলুন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, অসীম বড়–য়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র বলেন, এই দুটি সড়ক নগরীর জনবহুল এলাকা ও অত্যন্ত ব্যস্ততম সড়ক। এই সড়ক দুটিতে উন্নয়ন কাজ চলাকালীন অত্র এলাকার বাসিন্দারা অনেক কষ্ট সহ্য করেছেন, এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সঙ্গে এই সড়ক দুটি সরাসরি সংযুক্ত। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার গাড়ি এ সড়ক দুটি দিয়ে চলাচল করে। ব্যস্ততম এই সড়ক দুটির কাজের গুণগত মান উন্নততরভাবে করা হচ্ছে। এই কাজের গুণগত মান দেখভাল করছেন জাইকার বিশেষজ্ঞ দল। সড়ক দুটিতে প্রায় সাড়ে ৯ ইঞ্চি পুরু এবং ৩টি ফেইসে কার্পেটিং করা হবে। তিনি বলেন, আসন্ন ঈদের আগেই পোর্ট কানেকটিং রোডের নিমতলা থেকে তাসফিয়া পর্যন্ত রাস্তার পূর্বাংশ এবং বেপারীপাড়া থেকে এক্সেস রোডের দক্ষিণাংশ মিডিয়ান ব্লকসহ কার্পেটিং লেয়ারের কাজ শতভাগ সম্পন্ন করে জন চলাচলের উপযোগী করা হবে। এই লক্ষে সড়ক দু’টিতে গাড়ী চলাচলের উপযোগী এবং বর্ষা মৌসুমে জনভোগান্তি লাঘবে নিরলসভাবে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি মেয়র আরও বলেন, অনেক প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে উভয় পাশেই আরসিটি ড্রেইন, পাঁচটি কালভার্ট ও উভয় পাশে ওয়াটার মেকাডাম মিক্সের কাজ সম্পন্ন হয়েছে। এই কাজটি জাইকার অর্থায়নে নির্মিত হচ্ছে বিধায় ডিজাইন, ড্রাইনিং, ল্যাব পরীক্ষা ইত্যাদি মেনে কাজ চালিয়ে যাতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |