প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
জলাতঙ্ক নির্মূলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে শুরু হয়েছে ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম। বৃহস্পতিবার থেকে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, কর্মসূচি ৫ দিনব্যাপী চলে ২৭ মে শেষ হবে। কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে ৩১টি টিম একযোগে কাজ করছে। শুভাঢ্যা ইউনিয়ন সুপারভাইজার সাহেব আলী বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে জলাতঙ্কের ঝুঁকি কমে আসবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |