logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
দেশে ফিরলেন ফখরুল
বিএনপির সংবাদ সম্মেলন আজ
নিজস্ব প্রতিবেদক

ব্যাংককের হাসপাতালে চিকিৎসা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ঢাকা ফেরেন তিনি।
মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী বলেন, স্যার (মির্জা ফখরুল) ৭টা ১০ মিনিটে বিমানের ফ্লাইটে দেশে ফিরেছেন। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন।
১৫ মে চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। হৃদরোগের চিকিৎসার জন্য সর্বশেষ গেল বছরের ৩ জুন ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল।
এদিকে দেশের গুরুত্বপূর্ণ বিষয় ও রাজনৈতিক সমসাময়িক ইস্যুতে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সেখানে থাকবেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]