প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
আকষ্মিক ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১১ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের শাহ আমানত সেতুসংলগ্ন এলাকায় ‘এমভি সি ক্রাউন’ নামক জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। কর্ণফুলী নদীতে থাকা মাঝি-মাল্লারা জানিয়েছেন, বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ১ হাজার টন পাথর নিয়ে এমভি সি ক্রাউন নামের লাইটার (ছোট) জাহাজটি কর্ণফুলীর দক্ষিণ পাড়ে খালাসের জন্য অপেক্ষা করছিল। আকষ্মিক ঝড়ো হাওয়ায় জাহাজটি পাথরের বাঁধে উঠে যায়। এরপর ভেঙে পানিতে ডুবে যায়। তবে কেউ হতাহত হননি। লাইটারেজ শ্রমিক
ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, আকষ্মিক ঝড়ো হাওয়ায় মমতা ট্রেডিং এজেন্সির একটি লাইটার জাহাজ ডুবে গেছে বলে জানতে পেরেছি। ডুবে যাওয়া জাহাজটি লাল পতাকা ও বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে যাতে নৌ চলাচল ব্যাহত না হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপপরিচালক গিয়াস উদ্দিন বলেন, রাতে পাথর নিয়ে লাইটার জাহাজটি কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় আসে। সেটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে তীরের কাছাকাছি নোঙ্গর করে পাথর খালাস করছিল। কিন্তু ভোরের দিকে তলা ফেটে সেটি ডুবে গেছে। জাহাজটিতে নাবিক-শ্রমিক মিলিয়ে ১১ জন ছিল। তারা সবাই নিরাপদে তীরে উঠেছেন। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জাহাজটি বন্দর চ্যানেলে ডুবেনি। শিকলবাহার কাছাকাছি নদীর তীরে আংশিক ডুবেছে। এজন্য আমাদের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |