
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রভাবশালী ও বিত্তশালী চক্রের হাত থেকে আমাদের নদীগুলো রক্ষা করতে হবে। সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। আসুন, সবাই মিলে যারা নদী দখলকারী ও প্রভাবশালী তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি।
বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘নোঙর ও নদী রক্ষা জোট’ আয়োজিত ২৩ মে-কে জাতীয় নৌনিরাপত্তা দিবস ঘোষণার দাবিতে ‘নদী ও পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষার জন্য অনেক কাজ করেছেন। বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় কাজ করা হবে। কারণ, নদী হচ্ছে এ দেশের মানুষের প্রাণ, মানুষের শিরা-উপশিরার মতো। রক্ত যখন দূষিত হয় তখন মানুষের মৃত্যু হয়। তেমনই নদীগুলো দূষিত হলে দেশের ক্ষতি হয় ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার নদী দখল দূষণমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। এরইমধ্যে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকার ভ?বিষ্যতে আরও কাজ ক?রে যাবে। নদী রক্ষা কমিশন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নদীর কাছে ভবন তৈরির যে অনুমতি আপনারা দেন, তা ভালো করে দেখে দেবেন, যাতে করে নদীর প্রবাহে বাধা সৃষ্টি না হয় এবং নদী দখল না হয়। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, নোঙর ও নদী রক্ষা জোটের সভাপতি সুমন শামস প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |