logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
সেনাবাহিনীর তত্ত্বাবধান
রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় ‘জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক ক্যাম্প’ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার আসন্ন দুর্যোগপূর্ণ মৌসুমের প্রারম্ভে দেশের দুর্যোগসংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক-বেসামরিক প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত অংশগ্রহণে একটি দুর্যোগবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার পাহাড়ি এলাকায় অবস্থানরত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সুরক্ষায় দ্রুততার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা, ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো এবং উদ্ধার কার্যক্রমে দেশি-বিদেশি সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চিতকরণের লক্ষ্যে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, সেনাসদরের উচ্চপদস্থ কর্মকর্তা ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ও জিওসি ১০ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরীসহ অন্য সামরিক-অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহড়ায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্থানীয় জেলা ও উপজেলাসহ স্থানীয় প্রশাসন, এনজিও, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ক্যাম্পে বসবাসরত মিয়ানমার নাগরিকরা স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে। আইএসপিআর

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]