logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
কিশোর গ্রেপ্তার
টাঙ্গাইলে শতবর্ষী নারীকে ধর্ষণের অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে শতোর্ধ রোজাদার এক অন্ধ বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের। অভিযুক্ত ধর্ষক সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের আংগারিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে। 

ওই বৃদ্ধার ছেলে ও মামলার বাদী জানান, আমার মা বয়সের ভারে অন্ধ হয়ে গেছে। ঠিকভাবে চলাফেরাও করতে পারে না। গেল মঙ্গলবার (২১ মে) বিকালের দিকে আমরা কেউ বাড়িতে ছিলাম না। আর এই সুযোগে বখাটে সোহেল মিয়া (১৪) ওই বৃদ্ধার ঘরে ঢুকে মুখ বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আমার মা রোজাদার ছিলেন। লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি খুব কাঁদছিলেন। ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। ওই সময় বখাটে সোহেলকে বারবার বলছিলেন, আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহ-নবীর রোজা রাখছি। রোজা থাকার কথা বলে অনেক আকুতি মিনতি করলেও কোনো লাভ হয়নি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করি। লোকলজ্জার ভয়ে ও অসুস্থ মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রথমে মামলা করতে চাইনি। বিষয়টি জানাজানি হলে আইনের আশ্রয় নেই। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 
মধুপুর থানার অফিসার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একই সঙ্গে ঘটনার প্রাথমিক সত্যতা পাই। বৃদ্ধার ছেলে ঘটনার পরদিন বুধবার (২২ মে) সন্ধ্যায় বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। রাতে অভিযুক্ত ধর্ষক সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় বৃদ্ধার বয়স উল্লেখ করা হয়েছে ১৩০ বছর।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে বৃদ্ধাকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]