logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনের দপ্তরের দায়িত্বে থাকা মো. রফিকুল ইসলাম বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির কথা জনিয়েছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০ মে ভোর ৬টায় দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন। ওই দিন সকালে দলের নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টারিং ও কালো ব্যাজ ধারণ, বিএনপি আলোচনা সভায় অংশগ্রহণ, দেশব্যাপী দুস্থদের মাঝে কাপড় ও ইফতার বিতরণ করা হবে। সারা দেশে জেলা ও মহানগরীসহ সব ইউনিটে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকায় পোস্টারিং, আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মাঝে কাপড় ও ইফতারসামগ্রী বিতরণ করা হবে। এর আগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ২২ থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]