logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
নান্দাইলে ১০০ বস্তা ভিজিডির চাল জব্দ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ১০০ বস্তা ভিজিডির চাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে পাচারের সময় ওই চাল আটক করেন এলাকাবাসী। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ওই চাল জব্দ করে থানায় পাঠান। জানা যায়, আচারগাঁও ইউনিয়ন পরিষদ থেকে জনৈক গোলাপ মিয়া ১০০ বস্তা চাল কিনে ইঞ্জিনচালিত ট্রলি দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছিলেন। এর আগে তিনি ৩০ কেজি ওজনের খাদ্য অধিদপ্তরের ব্যবহৃত বস্তা পরিবর্তন করে নিজের বস্তায় চাল ভরে নেন। অতি দরিদ্র দুস্থ নারীদের এ চাল কালোবাজারে বিক্রির ঘটনায় এলাকার লোকজন তা আটক করে স্থানীয় সাংবাদিকদের খবর দেন। এলাকাবাসী জানান, ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যরা ভুয়া মাস্টাররোল তৈরি করে এবং চাল বিতরণ দেখিয়ে তা কালোবাজারে বিক্রি করে দেন। এ বিষয়ে ইউপি সচিব নজরুল ইসলাম বলেন, প্রতিটি কার্ড উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর তদারকি করে। এখানে আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিয়া চাল জব্দের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]