logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯
গাজীপুরে অপহৃত ২ শিক্ষার্থী আশুলিয়ায় উদ্ধার : গ্রেপ্তার ২
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

গাজীপুর থেকে অপহরণের একদিন পর বুধবার সকালে সাভারের আশুলিয়া এলাকার জামগড়া থেকে উজ্জ্বল খান ও মেহেদী হাসান শুভ নামের দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বন্ধু মহিনসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের বাসা থেকে উজ্জ্বল খান ও মেহেদী হাসান শুভকে ফোনে ডেকে নেয় বন্ধু মহিন। বেড়ানোর কথা বলে আশুলিয়ার জামগড়া এলাকায় আটকে রেখে তাদের মারধর করে মহিন ও তার সহযোগীরা। দিন গড়িয়ে রাত হলে মুঠোফোনে দুই পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা।
তিনি আরও বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ করা হলে বিকাশের মাধ্যমে পাঠানো ১০ হাজার টাকার সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি মামলা করা হয়। এরপর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। একই সঙ্গে অপহরণের ঘটনায় জড়িত বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]