
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, মে ২৪, ২০১৯ | |
দিনাজপুরের ফুলবাড়ী, সিরাজগঞ্জ, মাগুরা, ঝালকাঠির রাজাপুর, চাঁদপুরের মতলব ও কিশোরগঞ্জের হোসেনপুরে খাদ্য বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর
দিনাজপুর : ফুলবাড়ী সরকারি খাদ্যগুদামে বোরো ধান, চাল ও গম সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী ইউএনও আবদুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বোরো ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. গোলাম মওলা, সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান। এবার সরাসরি কৃষকের কাছ থেকে ১৯১ টন ধান ক্রয় করা হবে।
মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৪০ টাকায় প্রতি মণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার খাদ্য গুদামে স্থানীয় প্রান্তিক চাষির কাছ থেকে ধান ক্রয় করে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও শারমিন আক্তার। উদ্বোধনকালে ইউএনও শারমিন আক্তার বলেন, আমরা কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ২৬ টাকা এবং প্রতি মণ ১ হাজার ৪০ টাকায় কিনছি। ২৫৯ টন ধান কেনার টার্গেট নেওয়া হয়েছে।
হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে খাদ্য বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকের কাছ থেকে ২২৮ টন বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ বোরো ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বোরো ধানসহ খাদ্যশস্য ক্রয় অভিযান শুরু হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনসহ খাদ্য গুদাম কর্মকর্তারা সরকারের বেঁধে দেওয়া মূল্যে এ খাদ্যশস্য ক্রয় করছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে এবার সিরাজগঞ্জে প্রায় ৪১ হাজার টন খাদ্যশস্য ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত সপ্তাহ থেকে জেলায় এ ক্রয় অভিযান শুরু করা হয়েছে। এরই মধ্যে ধানসহ প্রায় ৭০০ টন খাদ্যশস্য ক্রয় করা হয়েছে।
মাগুরা : মাগুরার শ্রীপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ গম, ধান ও বোরো চাল সংগ্রহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি কাজী আবদুস ছত্তারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি দিলারা রহমান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। এ বছর শ্রীপুর উপজেলায় ৯৯ টন গম, ৫৮ টন ধান ও প্রকৃত মিলারদের কাছ থেকে ৩৭৯ টন বোরো চাল সংগ্রহ করা হবে।
রাজাপুর (ঝালকাঠি) : উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। উপজেলার প্রকৃত কৃষকের কাছ থেকে মোট ৪ টন ধান সংগ্রহ করা হবে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় সরাসরি কার্ডধারী কৃষকের বাড়ি বাড়ি গিয়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের অদূরে বাঁকাল এলাকায় কৃষকের বাড়িতে গিয়ে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এ ধান ক্রয়ের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানানো হয়, সাতক্ষীরা জেলা থেকে চলতি বোরো মৌসুমে মণপ্রতি ১ হাজার ৪০ টাকা দরে ২ হাজার ২৯১ টন ধান ক্রয় করা হবে। প্রথম দিনে ১০০ টন ধান ক্রয় করা হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |