
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
লোকসভা নির্বাচনে বিশাল জয় পাওয়ার পর শুক্রবার সকালে বিজেপির দুই প্রতিষ্ঠাতা সদস্য লাল কৃষ্ণ আদভানি (LK Advani) এবং মুরলী মনোহর যোশীর সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারের নির্বাচনে বয়সজনিত কারণে দুজনের কাউকেই প্রার্থী করেনি বিজেপি। আর তা নিয়ে দুজনেই কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন বলে রাজনৈতিক মহলে শোনা যায়। এবার জয়ের পর একে একে দুইজনের সঙ্গে দেখা করলেন মোদি। টুইটার বার্তায় তিনি বলেন, আদভানিজির সঙ্গে দেখা করলাম। তার মতো মানুষ এ দলটার জন্য দশকের পর দশক সময় দিয়েছেন বলেই আজ বিজেপি সফল হয়েছে। মানুষকে আদর্শগত বিকল্প দিতে পেরেছিলেন আদভানি। লেখার পাশাপাশি একটি ছবি পোস্ট করেন মোদি। সেখানে তিনি এবং আদভানি ছাড়া বিজেপি সভাপতি অমিত শাহও রয়েছেন।
এরপর যোশীর সঙ্গে সাক্ষাতের বিষয়টিও টুইটারে তুলে ধরেন মোদি। টুইটার বার্তায় তিনি বলেন, মুরলী মনোহর যোশী একজন বিদগ্ধ মানুষ। দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে তার ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া দলকে শক্তিশালী করা এবং বিশেষ করে আমার মতো কর্মীদের তৈরি করার ক্ষেত্রে তার অবদান মনে রাখতেই হবে। পাশাপাশি মোদি জানান, দলের প্রবীণ নেতাদের সঙ্গে দেখা করা এবং তাদের আশীর্বাদ নেওয়া বিজেপির সংস্কৃতির মধ্যে পড়ে। এনডিটিভি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |