logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
অন্ধ্রের জন্য বিশেষ মর্যাদা আদায়ের কাজটা কঠিন হলো
আলোকিত ডেস্ক

একরাশ আনন্দের সঙ্গে গভীর চিন্তায় রয়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের ‘জায়ান্ট কিলার’ জগন্মোহন রেড্ডি। বিধানসভা ও লোকসভা ভোটে বিপুল জয় হয়েছে তার মাত্র আট বছরের দল ওয়াইএসআর কংগ্রেসের। তাদের দাপটে উড়ে গেছে চন্দ্রবাবু নায়ডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। কিন্তু রেড্ডির চিন্তা, অন্ধ্রের জন্য ‘বিশেষ’ রাজ্যের মর্যাদা কি আদায় করে আনা সম্ভব হবে কেন্দ্রের কাছ থেকে? সেই দাবিই তো অন্ধ্রের মানুষের কাছে তাকে আলাদা পরিচিতি দিয়েছে। জগন বলেছেন, মানুষ আমাদের প্রতি গভীর আস্থা রেখেছেন। আমাদের বিপুলভাবে জিতিয়েছেন। ফলে, আমাদের দায়িত্বও এখন অনেকটাই বেড়ে গেছে। বেড়ে গেছে সেই দায়িত্ব পালনের চিন্তাটাও। আনন্দবাজার

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]