প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
একটানা ২৫ বছর ক্ষমতায় থাকার পর এবার পবন চামলিং সরকারের অবসান হলো ভারতের সিকিম রাজ্যে। এবারের বিধানসভা নির্বাচনে ৩২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চামলিংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট পেয়েছে ১৫ আসন। অন্যদিকে সিকিম ক্রান্তিকারী মোর্চা পেয়েছে ১৭ আসন। সিকিমের বিধানসভা নির্বাচন থেকে খালি হাতেই ফিরতে হয়েছে কংগ্রেস ও বিজেপিকে। এবারের নির্বাচনে প্রথমে বিজেপির সঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়ার কথা হয়েছিল সিকিম ক্রান্তিকারী মোর্চার। কিন্তু পরে তারা একাই লড়াই করার সিদ্ধান্ত নেয়। আর তাতেই মেলে সাফল্য। সিকিমের ৩২ আসনের মধ্যে ১৭ আসন দখল করে নেয় তারা। অন্যদিকে ২৫ বছর ধরে সিকিমে শাসন চালানো চামলিংয়ের দল পায় ১৫ আসন। ফলে এবার ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে চামলিং সরকারকে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |