
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
উত্তর প্রদেশের আমেথিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। কংগ্রেসের খাসতালুক আমেথি এতদিন গান্ধী পরিবারকে সমর্থন দিলেও এবার বিজেপির ওপর আস্থা রেখেছে। নিজের জয়ের জন্য শুক্রবার আমেথিকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন স্মৃতি। বিজেপি নেত্রী বলেছেন, আমেথির জন্য একটা নতুন সকাল, একটা নতুন অঙ্গীকার। আপনারা আপনাদের বিশ্বাস উন্নয়নের ওপর রেখেছেন, আমেথির কাছে কৃতজ্ঞ।আমেথিতে রাহুল গান্ধীর হার জাতীয় নির্বাচনে কংগ্রেসের সম্পূর্ণ ভেঙে পড়াকে সম্পূর্ণতা দিয়েছে । স্মৃতি ইরানি জিতেছেন? ৫৫ হাজার ভোটে। আমেথির বাঁক বদল কংগ্রেসের সবচেয়ে খারাপ ভয়কে সত্যি করেছে- তাদের সবচেয়ে বড় খাসতালুকে পারিবারিক ঘাঁটিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আনন্দবাজার
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |