logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
আয়না সিরিজ
এনাম রাজু

...এবং গাছের মতো নীরব
যেন সারি সারি মৃত ল্যাম্পপোস্ট,
আর তরতাজা লাল ঘোড়ার অধিকার হারানো
কণ্ঠনালিতে বন্দি নূপুরের গর্জন...

কথা ছিলÑ
উড়বে পাখা মেলে বা মাছেদের প্রতিবেশী হবে
গলায় থাকবে মঞ্চ কাঁপানো আওয়াজ
লোভকে তালাক দেবে ভালোবাসার বিনিময়েÑ
দেখাবে পথ দিকভ্রান্ত নাবিককে।

প্রতিজ্ঞা ছিলÑ
প্রীতির বেকারত্ব ঘুচাবে যান্ত্রিক সমাজে
বিবেকের মুখোমুখি হলেই যেন প্রশ্নবিদ্ধ না হয়,
আর সাম্যের ফুল সুবাস ছড়ায় নরকের মূল কপাটে।

অথচ সেই নিমগাছ হাঁটু গেড়ে বসে হেমলকের দ্বারে
অচেনা লাগে তাই আয়নার সম্মুখে প্রস্তুতি পর্বে।

দুই
আকাশের মতো বিচ্ছিন্ন আমি,
কখনও কিশোরী সূর্যালো কখনও বা জোছনাজাদু
আর কোয়া কোয়া তারা সঙ্গী হয়।

গাছের নিচে একাকী বসি
ধীরে ধীরে অচেনা অনেকেই আপন হয়,
ছাতা হয় রোদ-বৃষ্টি-ঝড়ে।

একবার ধার্মিক হই
অল্পদিনেই হয়ে যায় কালোপাথরও মুরিদ
ধর্মান্ধরা ভিড় করে আমার বগলে
দুর্গন্ধকেও মেখে নেয় সুগন্ধির মতো।

রাজনীতিক হতে চাই
মনুষ্যত্ব নিলামের তামিল নেই,
আরও শিখিÑ তেলে তেলে গড়ে ওঠে শিকলগর্জন
হয়ে যাই ভূখ-ে ঘোষিত খরিদদার।

কথিত সভ্য হই আবার অসভ্যও 
সবখানেই সঙ্গী পাই, এমনকি জুটে যায়Ñ
অশ্রু ঝরানো নাদান বাধ্য মানব।

বিবেকবান হই যখন মুখোমুখে আয়নার
আর সত্যের পথে ছুটি বিজলি গতিতে,
সুকৌশলে একাকিত্বে স্বাদ দিতে আমাকে
হাত ছাড়ে সুহৃদ-স্বজন
তবুও বাড়ে পথের স্রোত
নিঃসর্গ আমি হই ঘোষিত মহামানব।

তিন
কারে আমি বলছি খারাপ,
বলবো কারে চোর?
ঘরের পোষা বিড়াল বলেÑ
তোর বাবাই ঘুষখোর!

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]