logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
মধ্য রাতের ইচ্ছে

বৈশাখের মধ্যরাতে আমি অপেক্ষা করছিলাম

কোনো এক সম্পূর্ণ কবির জন্য
দু’হাত পাখির মতো মেলে দিয়ে
হৃদয়ের মধ্যযুগ উৎসারিত করে
নিছক এক সম্পূর্ণ আগন্তুক কবির জন্য।

আমি অপেক্ষা করছিলাম বৈশাখের গুমোট গরমে
তীব্র দাবদাহে পীড়িত বাংলায়
বৈশাখের কোনো এক মধ্যরাতে
মেঘমল্লার শ্রাবণের বর্ষণে
অথবা শরতের মেঘমুক্ত শিউলি ফোটা 
শিশিরভেজা রাতে।
যখন সে আসবে
শতাব্দীর সুনীল বাতাস বইবে আনন্দে 
তার গৃহ প্রবেশের সঙ্গে সঙ্গে হঠাৎ আলোর 
ঝলকানি লেগে ঝলমল করবে সব কিছু 
ঘরময় সুরভিত রক্তপদ্ম ফুটে উঠবে।

যখন সে আসবে
একরাশ রজনীগন্ধা ফুটে উঠবে
অবহেলায় পড়ে থাকা কবিতার বই
বসরাই গোলাপের সুবাস ছড়াতে থাকবে
আমার কণ্ঠ হতে নিঃসারিত হতে থাকবে
অবিরাম ধারায়, গালিবের গজলের মতো কবিতা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]