logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
নিস্তব্ধ অন্তরে
শামছুন নাহার

তুমি আছো নিস্তব্ধ অন্তরে আমার
অন্তরের দেবালোকে।
পাইনি বলে আজও তোমায়
ভালোবাসি আমি।
নীল সাগরের এপার ওপার
করছে কানাকানি।

নাম না জানা বন্ধু মোরা
হয়নি পরিচয়।
আমার বুকে কাঁদছে আশা
তোমার বুকে ভয়।
তোমায় আমি পেলাম নাকো
জানার অবসর।

গানের পাখি বসেছিল
দু’দিন শাখার পর।
বর্ষা ঝরা এমন রাতে
আমার মতো কি!
ঝরবে তুমি একা মনে
বনের কেতকী!

থাকবে তুমি ছায়ার সঙ্গে 
থাকবে আমার বুকের মাঝে।
মায়ার মতো চাঁদনী রাতে
থাকবে এ প্রাণ তোমার পাশে।

তুমি আমার আড়াল থাকা
তুমি স্বপন চোর।
তুমি আছো, আমি আছি
এই তো খুশি মোর।

ঘুম ঘোরে
স্বপ্নে আমার মনে হলো
তুমি এসেছিলে ঘুমের ও প্রাতে
ঊষার সোনার বিন্দু লয়ে হাতে
নিঃশব্দ পুরী, কেহ ছিল না পথে
একা চলে গেলে তোমার সোনার রথে
খানিক থমকে দাঁড়িয়েছিলে মোর বাতায়ন পাশে 
চেয়েছিলে করুণ আঁখিপাতে।

স্বপ্নে আমায় ভরেছিল মৃদ গন্ধে
শিয়রে রজনীগন্ধা তারই সুবাসে
ঘরের আঁধার কেঁপেছিল কি আনন্দে 
বুকে দোলে তার বিরহ ব্যথার মালা
গোপন মিলন অমৃত গন্ধ ঢালা।

কোণে পরে থাকা, ধুলি মাখা নীরব
আমার বীণা বেজে উঠেছিল
কি গো অনাহত আনন্দে
কতবার আমি চেয়েছি জাগিয়া উঠিতে
তবু পারি নাই জাগিতে
যখন ভাঙিল ঘুম, তখন গিয়াছ চলিয়া
দেখা বুঝি আর হলো না তোমার সনে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]