প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
নকল নয়, আমদানিকারকের স্টিকার ও পণ্যের গায়ে এমআরপি স্টিকার না থাকায় বিডি বাজেট বিউটিকে জরিমানা
কিছু মিডিয়ায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে, যা অনভিপ্রেত। বিডি বাজেট বিউটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ২০ মে ঢাকার বসুন্ধরা সিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন নিয়ম ভঙ্গের কারণে জরিমানা করেন। এর মধ্যে বিডি বাজেট বিউটিকেও ৩৭ ও ৪৫ ধারায় পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার ও এমআরপি উল্লেখ না থাকায় ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন। কিন্তু মিডিয়ায় খবর ছাপা হয়েছে নকল পণ্যের জন্য বিডি বাজেট বিউটিকে জরিমানা করা হয়েছে। মূলত নকল পণ্যের জন্য ৫০ ধারায় ২ লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে। এছাড়াও নকল পণ্য হলে সব পণ্য বাজেয়াপ্ত করাসহ ধ্বংস করে দেওয়ার বিধান রয়েছে। ৩৭ ও ৪৫ ধারা অনুযায়ী নকল নয় আমদানিকারকের স্টিকারের জন্য আমাদের জরিমানা করা হয়েছে, নকল কথাটি একটি বিভ্রান্তি ছাড়া কিছুই না। এছাড়া আমরা যেহেতু সফটওয়্যারের মাধ্যমে পণ্য বিক্রি করি; তাই প্রতিটি পণ্যের জন্যই এমআরপি সফটওয়্যারে আছে। এ ব্যাপারে ক্রেতাদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। অতি শিগগিরই আপনারা আমাদের প্রতিটি পণ্যের গায়ে আমদানিকারকের স্টিকার ও এমআরপি স্টিকার দেখে পণ্য ক্রয় করতে পারবেন। এসব বিষয়ের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। যে নিয়মগুলো জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইনানুযায়ী প্রতিপালন করার বাধ্যবাধকতা রয়েছে, সেসব আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল থেকে পর্যায়ক্রমে আরও আন্তরিকতার সঙ্গে প্রতিপালন করার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। বিডি বাজেট বিউটি তাদের প্রতিটি পণ্যের শতভাগ গুণগত মানের যে নিশ্চয়তা দিয়ে আসছে, তা সবসময় আমাদের প্রিয় ক্রেতাদের জন্য অব্যাহত থাকবে। প্রত্যেকটি পণ্যের গায়েই প্রস্তুতকারকের সব তথ্যসহ ব্যবহারের নিয়ম বিস্তারিতভাবে দেওয়া থাকে, শুধু আমদানিকারক স্টিকার ও প্রোডাক্টের সর্বোচ্চ খুচরা মূল্যের স্টিকার নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, সেটা খুবই দ্রুততার সঙ্গে স্বল্প সময়ের মধ্যে সমাধানের বিষয়ে আমরা এরই মধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি।
আমরা যেসব আন্তর্জাতিক ব্র্যান্ড আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, সেসব ব্র্যান্ডের বাংলাদেশে আমরাই একমাত্র পরিবেশক হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। একমাত্র বিডি বাজেট বিউটির প্রতি আপনাদের অগাধ আস্থা, সহযোগিতা ও ভালোবাসার কারণে তা সম্ভব হয়েছে, যা আমাদের জন্য আপনাদের কাছ থেকে পাওয়া আমাদের দীর্ঘ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ বলে আমরা মনে করি। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি শতভাগ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা আবারও বিডি বাজেট বিউটি কর্তৃপক্ষ আমাদের সম্মানিত ক্রেতা সাধারণকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |