প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
রাজশাহীর বাঘায় এক কৃষকের ৫০ কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুষ্কৃতকারীরা। শুক্রবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের হরিণা বিনিময়পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগান মালিক সাইদুর রহমান বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কলাবাগান মালিক সাইদুর রহমান বলেন, আমার রোপণকৃত গাছের কলা কেটে নেওয়ার বিষয়ে জানতে চাওয়ায় চাচাত ভাই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। পরে তারা আমার ৫০টি কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এতে আমার প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |