প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ও শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের ৩ কোটি ৩২ লাখ ৩০ হাজার ৩০০ টাকার প্রস্তাবিত উন্মুক্ত বাজেট শুক্রবার ঘোষণা করা হয়েছে। ভোলাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু বাজেট ঘোষণা করেন। এ সময় ইউপি সচিব মেহেরুল্যাহ, প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাচ্চু, বাদশা মোল্লা, নজরুল ইসলাম, ইমরান হোসেন রিপন, সুনীল চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
নকলা : শেরপুরের নকলা উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়নের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৮০০ টাকার সম্ভাব্য আয়, ১৬ হাজার টাকা উদ্বৃত্ত, ইউনিয়নের সার্বিক উন্নয়ন কাজে ১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৮০০ টাকার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন কমপ্লেক্স চত্বরে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বানেশ্বরদী ইউপির চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |