প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
বেশি মূল্যে পোশাক বিক্রি করার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরবাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি পোশাকের দোকান ও একটি সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। জরিমানা করা দোকানগুলো হলোÑ উল্লাপাড়া শাড়ি ঘর, মেলা ফ্যাশন, আল নুর পানজাবি হাউস ও উল্লাপাড়া সেমাই কারখানা। আদালতের বিচারক মাহবুব হাসান জানান, দোকানের মালিকরা ৪ গুণ বেশি মূল্যে কাপড় বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |