
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মমিনপুর গ্রামে মাত্র দুই শতক জমিতে একটি ঝুপড়ি ঘরে বাস করেন আমিনা বেগম। স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে নিয়ে অতি কষ্টে জীবন ধারণ করছেন তিনি। মেয়েদের বিয়ে হয়েছে। মেয়ে পারুল তাকে দেখাশোনা করেন। বয়সের ভারে আমিনা বেগমের পক্ষে চলাফেরা কঠিন। একটা হুইল চেয়ার তার বিশেষ প্রয়োজন। কিন্তু কে দেবে তাকে! বিষয়টি জেনে নিজ উদ্যোগে হুইল চেয়ার নিয়ে এগিয়ে আসেন এনি লস্কর। তিনি অসহায় আমিনা বেগমকে শুক্রবার একটি হুইল চেয়ার প্রদান করেন।
চেয়ার পেয়ে মহা খুশি অসহায় আমিনা বেগম। এনি লস্কর উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল কাদির লস্করের মেয়ে ও জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেনের স্ত্রী। তিনি বলেন, আমিনা বেগম চেয়ার পেয়ে খুশি হয়েছেন দেখে আমার ভালো লাগছে। ক্রিকেটার নাজমুল হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। নিজ নিজ স্থান থেকে মানুষের উপকার করার চেষ্টা করা উচিত। এনি নিচ চেষ্টায় এ কাজটি করায় আমি গর্বিত।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |