logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
হাজীগঞ্জের অপহৃত শিশু পাঁচ দিন পর উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে অপহরণকারী কথিত মামার কাছ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৩ বছর বয়সি শিশু চাঁদনী আক্তারকে। অপহরণের পাঁচ দিন পর বৃহস্পতিবার রাতে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয় হাজীগঞ্জ থানা পুলিশ। ১৮ মে বৃহস্পতিবার রাতে শিশুকে অপহরণ করেন শিশুটির কথিত মামা লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার মতিরহাট এলাকার মৃধাবাড়ির আসলাম মিয়ার ছেলে রুবেল। 
পারিবারিক সূত্রে জানা যায়, হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের কবিরাজ বাড়ির শিশু চাঁদনীর ফুফুর সঙ্গে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয় রুবেলের। বৃহস্পতিবার রাতে তিনি চাঁদনীর ফুফুর বাড়িতে বেড়াতে যান। বাড়ির সবাই যখন রান্নায় ব্যস্ত তখন শিশু চাঁদনীকে নিয়ে পালিয়ে যান কথিত মামা রুবেল। শিশুটিকে না পেয়ে রাতে রুবেলকে ফোন করলে বন্ধ পাওয়া যায়। ১৮ মে রাতে হাজীগঞ্জ থানায় অপহরণের মামলা করে মেয়েটির পরিবার। মামলার পর পুলিশ হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ওসির সহযোগিতা চান। পরে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য পেয়ে পুলিশ লক্ষ্মীপুর জেলার মতিরহাট পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আজাদের মাধ্যমে শিশুটিকে উদ্ধার ও রুবেলকে আটক করা হয়। এ বিষয়ে শিশুটির পরিবার বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করে। মামলায় সেই মামাকে আটক   দেখানো হয়। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]