প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
গোপালগঞ্জের মুকসুদপুরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার বাটিকামারী লোহাইড় ঢালীপাড়া গ্রামের ইসরাইল শেখের মেয়ে নাজমুন নাহারের সাথে জোয়ারিয়া গ্রামের সরব আলীর ছেলে রাকিব শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। শুক্রবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় অন্তঃসত্ত্বা নাজমুন নাহারের লাশ উদ্ধার করা হয়।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |