
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
কৃষি শ্রমিক সংকট
একদিকে ধানের কম মূল্য, অন্যদিক শ্রমিক সংকট। এতে পাবনার কৃষকও জমির পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। অনেক কষ্টে শ্রমিক মিললেও দিতে হচ্ছে চড়া মজুরি। এমন দুঃসময়ে কৃষকের শ্রমিক সমস্যা সমাধানে এগিয়ে এসেছে পাবনা জেলা ছাত্রলীগ। বৃহস্পতি ও শুক্রবার পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে তিনজন কৃষকের তিন বিঘা জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল ৯টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে শহরতলির মালিগাছা ইউনিয়নের গাছপাড়া এলাকার বাহাদুরপুর গ্রামে গিয়ে কৃষক শুকচাঁদ মিয়া, আবদুল খালেক ও হাসান মিয়ার সঙ্গে কথা বলে তাদের ধান কেটে দেন। পরে তারা তিন কৃষকের তিন বিঘা জমির ধান তাদের উঠানে পৌঁছে দেন। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিকের নেতৃতে সহ-সভাপতি আবদুর রহিম, যুগ্ম সম্পাদক ফিরোজ আলী, সদস্য নাজিউর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ সভাপতি ছানাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষক হাসান মিয়া বলেন, ধানের দাম কম, শ্রমিকের দাম বেশি। তাই মাঠের ধান মাঠেই ছিল। আজ ছাত্রলীগের ছেলেরা ধান কেটে দিয়েছেন। এ যুবকদের কাজ দেখে খুব ভালো লেগেছে। ছাত্রলীগের মতো যুবসমাজের সবাই যদি এগিয়ে আসতেন তবে শ্রমিক সংকট থাকত না। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক বলেন, শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণেই কৃষক সমস্যায় পড়েছেন। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ছাত্রলীগের চারটি ইউনিট চার ভাগে এ কাজ করেছে। কষ্ট একটু হলেও আনন্দ কম হয়নি। ভালো কাজের মজাই আলাদা। কৃষক বিপদমুক্ত না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |