logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজদিখানে হামলা-সংঘর্ষ : আহত ৬৫
আলোকিত ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় তিন সংঘর্ষে ৬২ ও মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলায় তিনজন আহত হন। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার পৃথক তিন সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। দাঙ্গাবাজরা বাড়িঘর ভাংচুর ও মালামাল লুটপাট করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের নাজিম উদ্দিন ও স্থানীয় মেম্বার ফজলুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এ ঘটনাটি নিয়ে সরাইল থানায় উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মফিজ উদ্দিন ভূইয়ার নেতৃত্বে সালিশের মাধ্যমে নিষ্পত্তি হলেও ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৫০ জন আহত হন। অন্যদিকে সদর উপজেলার পাঘাচং দক্ষিণপাড়া এলাকায় আপন দুই ভাই কাজী রহিছ মিয়া ও কুদ্দুস মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ৭ জন আহত হন। এছাড়া নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হন। 
মুন্সীগঞ্জ : জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খিদিরপুর গ্রামে মিজানুর রহমান সরকারের বাড়িতে মঙ্গলবার রাতে ৩০ থেকে ৪০ জন হামলা চালালে বুধবার থানায় মামলা করা হয়। তিনি ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। মিজানুর রহমান বলেন, হামলায় তিনজন আহত হন। হামলাকারীরা আমার ফ্রান্সের পাসপোর্ট, ভাইয়ের স্ত্রীর ২০ ভরি ওজনের সোনার গয়না, ১৬,৭০০ ইউরো, ১১ লাখ টাকা এবং দুইটি মোবাইল লুট করে। সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন বলেন, হামলার ঘটনায় মামলার পর নুরুল ইসলাম ও আসাদুল নামে দুইজনকে আটক করে বৃহস্পতিবার কোর্টে পাঠানো হয়। শুক্রবার বিকালে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। আমরা উভয় পক্ষকে শান্ত করতে চাচ্ছি। স্থানীয় মেম্বার ও প্রবাসী মিজানুর রহমানের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা চলছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]