logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
বিদ্যুৎস্পৃষ্টে স্বামী স্ত্রীসহ তিনজনের মৃত্যু
আলোকিত ডেস্ক

বিদ্যুৎস্পৃষ্টে কুষ্টিয়ার দৌলতপুরে স্বামী-স্ত্রী ও চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ  
কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামে এ ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, আরিফ হাসান ঘরের বৈদ্যুতিক পাখার সুইচ অন করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে তার গায়ের ওপর পড়ে। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী নূপুর খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে আরিফ হাসানের মামাতো ভাই আবদুল গনিও বিদ্যুতায়িত হন। পরে তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরিফ ও নূপুর মারা যান। 
দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম ও পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে হাসান আলী নামের এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 
হাসান আলী দামুড়হুদার জয়রামপুর মাঠপাড়ার সোহেল রানার ছেলে। 
সাথে থাকা অপর শ্রমিক কওছার আলি জানান, শুক্রবার সকালে তারা চার শ্রমিক সোহেল রানার হ্যাচারির পুকুর থেকে বালি কেটে ট্রাক্টরে বোঝাই করেন। পরে খাবার খাওয়ার জন্য হাসান আলী হ্যাচারির ভেতরের টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত  মোটর থেকে পানি আনতে যান। আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিউবওয়েলে হাত দিলে হাসান আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে মারা যায়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]