প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামে বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে শুকুর আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে একই এলাকার মৃত সুলতান বেপারীর ছেলে। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে শুকুর আলী বাড়ির পাশে একটি পাটক্ষেত পরিচর্যা করছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হলে শুকুর আলী ঘটনাস্থলেই ঢলে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |