logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
ঈদের আগেই সিনেপ্লেক্সের চমক
বিনোদন প্রতিবেদক

ঈদের আগেই বাংলাদেশে হলিউড সিনেমাপ্রেমীদের জন্য দারুণ উপহার নিয়ে হাজির স্টার সিনেপ্লেক্স। হলিউডের তিনটি নতুন ছবি মুক্তি পাচ্ছে আজ। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বহুল আলোচিত চলচ্চিত্র ‘আলাদিন’, ‘জন উইক : চ্যাপ্টার ৩’ ও ‘ব্রাইটবার্ন’।

তিনটি ছবির মধ্যে অন্যতম ‘আলাদিন’। হলিউডের রুপালি পর্দা কাঁপাতে আসছে ডিজনি ব্যানারে আরব্য রজনির সুপারস্টার চরিত্র ‘আলাদিন’। ১৯৯২ সালে সর্বপ্রথম বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল ডিজনির অ্যানিমেশন ছবি ‘আলাদিন’।
এবার সম্পূর্ণ নতুনরূপে দর্শকের সামনে আনতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ওয়াল্ট ডিজনি পিকচার্স’। আলাদিনের নতুন এ সংস্করণটি পরিচালনা করেছেন শালর্ক হোমসখ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি।
ছবিটির সবচেয়ে বড় চমক এতে আলাদিনের দৈত্যরূপে দেখা যাবে হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথকে। এছাড়াও আলাদিনের ভূমিকায় দেখা যাবে কানাডীয় অভিনেতা মীনা মাসুদকে। রাজকন্যা জেসমিনের চরিত্রে আছেন হলিউড গায়িকা ও অভিনেত্রী নাওমি স্কট। আরও অভিনয় করেছেন মারওয়ান কেনজারি, নাসিম পেদ্রাদ, বিলি ম্যাগনুসেনসহ আরও অনেকে।
অন্যদিকে জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক : চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস। আরও অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো একঝাঁক অভিনয় শিল্পী।
আর ভৌতিক ছবি ‘ব্রাইটবার্ন’র পরিচালক জেমস গুন। এতে অভিনয় করেছেন এলিজাবেথ ব্যাঙ্কস, ডেভিড ডেনম্যান, ম্যাট জোন্স প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]