
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
বাংলাদেশের সংগীতাঙ্গনের গর্ব, গ্রামবাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম তার সংগীত জীবনের জন্য প্রাপ্তির এক অন্যরকম সময় পার করছেন। চলতি মাসেই সংগীতে ও রাজনীতিতে তার সাফল্যের স্বীকৃতিস্বরূপ তার মা ‘উজালা বেগম’কে ১২ মে আন্তর্জাতিক মা দিবসে ‘গরবিনি মা’ সম্মাননায় ভূষিত করে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হসপিটাল। নিজের সফলতার জন্য মায়ের এমন সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত মমতাজ। আবার ১৯ মে বাংলাদেশ টেলিভিশনে মমতাজ বেগম তার দুই মেয়ে রোজ ও রুহানিকে নিয়ে উপস্থিত হন। সে সময় তিনি তাদের নিয়ে ঈদ ‘আনন্দমেলা’য় অংশগ্রহণ করেন। দুই মেয়েকে সঙ্গে নিয়ে মমতাজ ‘দোয়েল পাখি কন্যারে’ গানটি পরিবেশন করেন। মায়ের গান গাওয়ার সময় মেয়েরাও মায়ের সঙ্গে কণ্ঠ মেলান। এ সময় মিলনায়তন ভর্তি দর্শক মা ও দুই মেয়ের পারফরম্যান্স বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। আর মমতাজ ও তার দুই মেয়ের গাওয়া এই গান দেশ-বিদেশের বাংলা ভাষাভাষীরা উপভোগ করতে পারবেন আগামী ঈদুল ফিতরের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর শুধু বাংলাদেশ টেলিভিশনে। ‘দোয়েল পাখি কন্যারে’ গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল এবং সুর ও সংগীত করেছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান। দুই মেয়েকে নিয়ে ‘আনন্দমেলা’য় উপস্থিত হওয়া প্রসঙ্গে মমতাজ বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ঈদ আনন্দমেলায় আমার দুই মেয়ে রোজ ও রুহানিকে সঙ্গে নিয়ে গাওয়া গান শুনতে এবং উপভোগ করতে অপেক্ষা করতে হবে আসছে ঈদ পর্যন্ত। বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আশাকরি শ্রোতা-দর্শক এই সুন্দর আয়োজন প্রাণভরে উপভোগ করবেন।’ ঈদ ‘আনন্দমেলা’ গবেষণা, গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন এসএম হারুন অর রশীদ। এবারের ‘আনন্দমেলা’ প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান। এবারের ঈদ আনন্দমেলায় রেজওয়ানা চৌধুরী বন্যা গাইবেন ‘আলো আমার আলো’ গানটি। ফেইসবুকে ভাইরাল শিশুশিল্পী সাম্য হাজির হবে ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ গানটি নিয়ে। চিত্রনায়িকা মাহিয়া মাহী একটি নাচ পরিবেশন করবেন। আগামী ঈদের আগের দিন বাংলাভিশনে মমতাজকে গাইতে দেখা যাবে রাত ৮টা ১৫ মিনিটে ‘রূপকথার নৌকা’ অনুষ্ঠানে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |