প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
দুবাইভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইন’র মাধ্যমে প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে স্প্যানিশ লা লিগায় ধারাভাষ্য দিয়েছেন জামাল ভূঁইয়া। ক্যারিয়ারে এটা বড় প্রাপ্তি- মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অভাবনীয় এ সাফল্যে সতীর্থদের প্রশংসা অনুপ্রাণিত তিনি। লাওসের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের প্রাক-বাছাই ম্যাচ খেলতে যাওয়ার আগে ডিফেন্সিভ মিডফিল্ডার জামাল জানালেন লা লিগা ছাড়াও আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের ধারাভাষ্যের প্রস্তাব পেয়েছেন। জানান, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেও ধারাভাষ্য দেওয়ার জন্য অফার করা হয়েছে। আশা করি সামনের মৌসুম থেকেই এটা করব আমি।’
বিশ্ব ফুটবলের অন্যতম বড় লিগ লা লিগায় ধারাভাষ্য দেওয়া রোমাঞ্চকরÑ জানান জামাল। বিইএনে ১৮ মে তিনি ভ্যালেন্সিয়া-ভায়াদোলিদ, পরদিন এইবার-বার্সেলোনা ম্যাচের ধারাভাষ্য দেন। ফিরে আসার পর টিমমেটরা নাকি পিঠ চাপড়ে দিয়েছেন তার। জানান, ‘এটা খুব ভালো একটা অভিজ্ঞতা আমার জন্য। প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে ধারাভাষ্য করেছি, এটা খুবই ভালো লেগেছে।’ ম্যাচের আগে, বিরতিতে ও শেষে গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে আলোচনা করেন বাংলাদেশ অধিনায়ক, দেশের ফুটবল নিয়েও নিজের অভিজ্ঞতা বিনিময় করেন জামাল।’
তবে আপাতত জামালের ভাবনাজুড়ে লাওস চ্যালেঞ্জ। কারণ সেখানে যে দেশের ফুটবলের নিকট ভবিষ্যৎ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |