logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
ম্যারাডোনা গ্রেপ্তার বান্ধবীর মামলায়
স্পোর্টস ডেস্ক

বেশ কিছুদিন ধরে কাঁধের চোটে ভুগছিলেন ডিয়াগো ম্যারাডোনা। চোট নিয়েই কোচিং করিয়ে যাচ্ছিলেন মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদস দি সিনালোয়ার। মৌসুম শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যারাডোনা। তবে অস্ত্রোপচার করানোর আগেই পড়লেন জটিলতায়। কাঁধে অস্ত্রোপচার করাতে মেক্সিকো থেকে দেশে ফিরছিলেন ম্যারাডোনা। বিমানবন্দরে নেমেই পড়লেন বিপত্তিতে, আটকানো হয় তাকে। সাবেক বান্ধবী রোকিও অলিভিয়ার করা মামলায় গ্রেপ্তার করা হয় আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে- এমন সংবাদই প্রকাশ পেয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমে।

সাবেক বান্ধবী অলিভিয়ার আইনি ও অর্থনৈতিক চাহিদায় বিরক্ত হয়ে গত ডিসেম্বরে ৬ বছরের সম্পর্ক ছেদ করেন ম্যারাডোনা। এ কারণেই ক্ষেপে গিয়ে সান মিগুয়েল পারিবারিক আদালতে ৬ দশমিক ৩ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দেন অলিভিয়া। প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদস দি সিনালোয়ার কোচ ম্যারাডোনা মেক্সিকো থেকে নিজ দেশে ফেরার সময় বুয়েন্স আয়ার্স বিমানবন্দরে তাকে আটকায় কর্তৃপক্ষ। সাবেক বান্ধবীর মামলায় এরপর তাকে গ্রেফতার করা হয়। ১৩ জুন মামলার শুনানি হবে, তবে সেখানে ম্যারাডোনাকে উপস্থিত না থাকলেও চলবে, সেক্ষেত্রে তার আইনজীবীকে অবশ্যই থাকতে হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]