
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
সকালের সাজ : সকালে কাজের চাপ থাকবে, তাই এ সময় সালোয়ার- কামিজ বা সুতি শাড়ি পরতে পারেন। হালকা ফাউন্ডেশন, ফেস পাউডার, লিপস্টিক ও কাজল দিয়ে সাজতে পারেন। চাইলে পোশাকের সঙ্গে মিলিয়ে টিপও পরতে পারেন।
দুপুরের সাজ : ঈদ হচ্ছে গরমের দিনে। তাই দুপুরে বাইরে না যাওয়াই ভালো। দুপুরে হালকা রঙের পোশাক বেছে নিতে পারেন। আর সাজের ক্ষেত্রে ফাউন্ডেশনের সঙ্গে পউডার মেখে হালকা করে ব্লাশন বুলিয়ে নিন দুই গালে। ঠোঁটে একে দিতে পারেন লিপগ্লস। চোখের সাজে ভিন্নতা আনতে স্যাডো আর আইলাইনার দিন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে কানে আর গলায় ছোট গয়না পরতে পারেন।
রাতের সাজ : বাঙালি নারীর শাড়িতেই পূর্ণ সৌন্দর্য প্রকাশ পায়। তাই বাইরে গেলে শাড়ি পরুন। মুখ, গলায় ফাউন্ডেশন কমপ্যাক্ট পাউডার দিন। সাজ বেশি সময় স্থায়ী করতে স্পঞ্জ পানিতে ভিজিয়ে মুখে চেপে মেকাপ বসিয়ে নিন। চোখে মাশকারা, আইলাইনার ও গাঢ় রঙের স্যাডো ব্যবহার করুন। ঠোঁটে লিপস্টিক দিন। হাত ভর্তি চুড়ি পরুন। গলায় ও কানে মানানসই গয়না পরুন। কুমকুম অথবা গ্লিটার দিয়ে বড় করে টিপ আঁকতে পারেন কপালে। এবার ব্লাশন দিয়ে সাজ পূর্ণ করুন। মাখতে পারেন পছন্দের পারফিউম। হাতে রাখুন পার্টি ব্যাগ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |