
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
আসছে ঈদুল ফিতর উপলক্ষে দেশীয় ফ্যাশন হাইসগুলো এনেছে সব বয়সি নারী-পুরুষের জন্য নতুন নকশার পোশাক। এর সঙ্গে বাড়তি আয়োজন হিসেবে যোগ হয়েছে পরিবারের সবার জন্য একই রঙ ও নকশার পোশাক, যা ঈদের উসৎবে বাড়তি মাত্রা যোগ করবে বলে জানান ফ্যাশন ডিজাইনাররা। ফ্যাশন হাউস মেঘের কর্ণধার মিল্টন বলেন, বেশ কয়েক বছর ধরেই আমরা ঈদ, বৈশাখ, ফাল্গুন, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, একুশসহ বিভিন্ন উৎসব-পার্বণে পরিবারের সব সদস্যের জন্য একই রঙ ও নকশার পোশাক নিয়ে আসছি।
বাজার ঘুরে দেখা গেল দেশীয় অনেক ফ্যাশন হাউসই ঈদুল ফিতর উপলক্ষে এনেছে পরিবারের সব সদস্যের জন্য একই রঙ ও নকশার পোশাক। বিশেষ করে জোড়া পোশাক বা যুগল পোশাকের পসরা বেশি লক্ষণীয়। যেমন শাড়ির সঙ্গে পাঞ্জাবি; আবার পাঞ্জাবির সঙ্গে সালোয়ার-কামিজ বা কুর্তিও আছে একই রঙ ও নকশার। বড়দের পোশাকের রঙ ও নকশার সঙ্গে মিল রেখে ছোটদের জন্যও আছে ফ্রক, টপস, সালোয়ার-কামিজ ও লেহেঙ্গার আয়োজন। পাশাপাশি ছোট ভাই-বোনের জন্যও আছে একই রঙ ও নকশার পোশাক।
দেশীদশের ফ্যাশন হাউস নিপুণ, সাদাকালো, কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, বাংলার মেলা, বিবিয়ানা, নগরদোলা, দেশাল ও সৃষ্টিতে আসতে পারেন যুগল পোশাক বা পরিবারের সবার জন্য একই রং ও নকশার পোশাকের খোঁজে। এছাড়া শাহবাগের আজিজ সুপার মার্কেটের মেঘ, যোগীসহ বিভিন্ন ফ্যাশন হাউসও ঈদ উপলক্ষে এনেছে পরিবারের সব সদস্যের জন্য একই রঙ ও নকশার পোশাক। এসব পোশাকের মধ্যে আছে বড়দের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টি-শার্ট, সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গেল কামিজ, ছোটদের ফ্রক, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। বড়দের সিঙ্গেল কামিজ ১ হাজার থেকে ২ হাজার ২০০, সালোয়ার-কামিজ ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০, পাঞ্জাবি ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ২০০, শার্ট ৫৫০ থেকে ১ হাজার ৫০০, টি-শার্ট ৩২০ থেকে ৫৫০, ছোটদের সালোয়ার-কামিজ ৮০০ থেকে ১ হাজার ৪০০, ফ্রক ৫৫০ থেকে ৯৫০, পাঞ্জাবি ৫৫০ থেকে ৯০০, শার্ট ৩০০ থেকে ৫৫০ ও টি-শার্ট ২৫০ থেকে ৪০০ টাকা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |