logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
চট্টগ্রামে বন্দুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. মামুন উদ্দিন (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশী থানার ভাঙ্গারপুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, আহত যুবক পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে কোতোয়ালি ও ফটিকছড়ি থানায় একাধিক মামলা রয়েছে। গুলিবিদ্ধ মামুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, নগরীর বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ চক্র ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিল। ২১ মে বিকালে খুলশী থানার ঝাউতলা এলাকায় একটি বাসকে ডিবি পুলিশ পরিচয়ে থামিয়ে এক যাত্রীর কাছ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় মামুনসহ তার সহযোগীরা। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার গণেশ সিংহ বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আবু জাহেদ (২৩) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করে নগদ ৩২ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। ওসি আরও জানান, জাহেদ ও আরিফকে জিজ্ঞাসাবাদের পর বাকিদের নাম-ঠিকানা বেরিয়ে আসে। পরে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গারপুল এলাকায় অভিযানে গেলে মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]