প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র প্রাঞ্জল রায় প্রান্ত নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২১ মে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে সংঘটিত ঘটনায় প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা এবং প্রত্যক্ষদর্শীদের প্রদত্ত বিবরণ অনুযায়ী প্রাঞ্জল রায় প্রান্ত একই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে সরাসরি আঘাত করে মারাত্মকভাবে জখম করেছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |