প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট নিতে চট্টগ্রাম রেলস্টেশনে দীর্ঘ লাইন ছিল। অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন শুক্রবার দেওয়া হয় ২ জুনের টিকিট। এর আগে বুধ ও বৃহস্পতিবার টিকিটের তেমন চাহিদা না থাকলেও শুক্রবার টিকিট কিনতে বৃহস্পতিবার মধ্য রাত থেকে অনেকে লাইনে দাঁড়িয়ে থাকে। শুক্রবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দেখা যায়, অন্যদিনের তুলনায় শুক্রবার টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। প্রথম দিন ও দ্বিতীয় দিন যেখানে কাউন্টারের ভেতর পর্যন্ত সীমাবদ্ধ ছিল লাইন, সেখানে শুক্রবার কাউন্টার ছাড়িয়ে বাইরে সড়ক পর্যন্ত চলে গেছে। লাইনের প্রথম দিকে টিকিট প্রত্যাশীদের টিকিট পাওয়া নিয়ে সংশয় না থাকলেও শেষে যারা আছেন তাদের মধ্যে সংশয় দেখা গেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন শুক্রবারে যাত্রীর চাপ একটু বেশি ছিল। অনেকে গভীর রাত থেকে টিকিট নিতে লাইনে দাঁড়িয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার বিভিন্ন রোডের ৬ হাজার টিকিট বিক্রি হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, আজ শনিবার দেওয়া হবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট। ফেরত যাত্রীদের জন্য ২৯ মে দেওয়া হবে ৭ জুনের টিকিট, একইভাবে ৩০ ও ৩১ মে এবং ১ ও ২ জুন দেওয়া হবে যথাক্রমে ৮, ৯, ১০ ও ১১ জুনের টিকিট। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ময়মনসিংগামী বিজয় এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, গোধূলি, সোনার বাংলা, মেইল এক্সপ্রেস ও তূর্ণা এক্সপ্রেসের ট্রেনের টিকিট দেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার রাতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |