প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৫৪ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর কাজীর দেউড়ি, সার্কিট হাউজ, স্টেডিয়াম পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ। মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে কক্সবাজার দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা একদল রোহিঙ্গা নগরীর কাজীর দেউড়িতে ভিক্ষাবৃত্তিতে জড়িত। পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেল, এমএ আজিজ স্টেডিয়াম, শিশুপার্ক, সার্কিট হাউসসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে কাজীর দেউড়িসহ আশপাশের এলাকায়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন,
ভিক্ষা করার নামে মানুষকে বিরক্ত করত এরা। এলাকায় সাধারণ পথচারী, রেস্টুরেন্টে আসা লোকজনের পথরোধ করে টাকা আদায় করত। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আসা ভিআইপিদের গাড়ির গতিরোধ করে পর্যন্ত টাকা নেয়। রমজান শুরুর পর তাদের দৌরাত্ম্য আরও বেড়েছে। ওসি বলেন, অভিযানে কাজীর দেউড়ির পুরো এলাকা রোহিঙ্গামুক্ত করা হয়েছে। আটক ৫৪ রোহিঙ্গার মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন মহিলা এবং ৩২ জন শিশু। তাদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |