logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
ছুটির দিনে ঈদ বাজারে উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক

ঈদকে সামনে রেখে রাজধানীর শপিংমল, মার্কেটসহ সবখানে জমে উঠেছে কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার সকাল থেকেই কেনাকাটায় ব্যস্ত সময় পার করেন রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শপিংমল ও মার্কেটের দোকানগুলো ছিল মানুষে পরিপূর্ণ। তবে শপিংমলগুলো মানুষে পরিপূর্ণ থাকলেও বিক্রি কম হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

নিউমার্কেট, বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড, গাউছিয়া, ফার্মগেট, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটসহ বেশ কিছু এলাকায় ঘুরে ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।

মার্কেটে ছিল সব বয়সি মানুষের উপচেপড়া ভিড়। কেউ কিনছেন আবার কেউ দেখে চলে যাচ্ছেন। তবে মার্কেটগুলোর ভেতরে মানুষের চলাচলের চিত্রটাই বেশি চোখে পড়েছে। ঈদকে সামনে রেখে সব ধরনের পণ্য দিয়ে শপিংমলগুলো ঢেলে সাজানো হয়েছে।

সকালে নিউমার্কেটে কেনাকাটা করতে যান একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আজাহার উদ্দিন। অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য জামাকাপড় কেনা প্রয়োজন। পরিবারে সবার একসঙ্গে একই দিনে কাপড় কেনা সম্ভব নয়। তাই আজ বন্ধের দিনে স্ত্রীকে সঙ্গে নিয়ে বের হয়েছি। কেনাকাটা একটু এগিয়ে রাখছি।

নিউমার্কেটের দোকানি আলাউদ্দিন বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। শুক্রবার হওয়ায় ক্রেতার চাপ একটু বেশি। তাই দোকানে অতিরিক্ত লোকও রাখা হয়েছে, যাতে ক্রেতাদের হয়রানি না হয়।

নিউমার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টারে কেনাকাটা করতে আসা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনজুমান আরা বলেন, জামাকাপড়ের দাম তুলনামূলক তেমন বেশি নয়। দাম প্রথমে একটু বেশি চাইলেও দামাদামি করলে তা অল্পতেই পাওয়া যাচ্ছে।

নিউ মার্কেটের পোশাক ব্যবসায়ী রাফি আহমেদ বলেন, আবহাওয়া কিছুটা গরম। রোজা রেখে দিনের এই গরমে কেউ ঘর থেকে বের হতে চায় না। এই জন্য এখন কিছুটা বিক্রি কম। তবে ঈদের সময় কাছে আসার সাথে সাথে বিক্রির পরিমাণ আবার বেড়ে যাবে।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে গিয়ে দেখা যায়, সেখানেও ক্রেতাদের ব্যাপক ভিড়। মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ক্রেতার ভিড় থাকলেও এখনও সেভাবে বিক্রি শুরু হয়নি। অনেকে আসছেন জিনিস পছন্দ করতে। আবার অনেকে এসেছেন জিনিসপত্রের দাম দেখতে। শুক্রবার ছুটির দিনে মানুষ একটু বেশি দেখা যাচ্ছে।
বসুন্ধরা শপিংমলের জুতার ব্যবসায়ী তমাল মেহেদি বলেন, সব ধরনের জুতাই বিক্রি করছি। ঈদ উপলক্ষে ভালো ভালো নতুন মডলের জুতা তুলেছি দোকানে। ভেবেছিলাম বেচা-বিক্রি ভালোই হবে। রোজার ১৮ দিন চলছে। এখন ভালো বিক্রি হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। গত বছর এসময়ে অনেক বেশি বিক্রি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]