logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯
বয়স ৮, লিখতে পড়তে পারে ১০৬ ভাষায়
আলোকিত ডেস্ক

মাত্র আটেই ১০৬ ভাষায় লিখতে, পড়তে পারে চেন্নাইয়ের এই ‘বিস্ময় বালক’! কী বলবেন একে? বিস্ময় বালক? না, ধারালো মগজাস্ত্রের অধিকারী? যে ট্যাগই সাঁটুন না কেন ওর পিঠে, মাত্র আট বছর বয়সে ১০৬টি ভাষা দখলে এনে তাক লাগিয়ে দিয়েছে চেন্নাইয়ের এ মুহূর্তের সুপারহিরো নিয়াল থগুলুভা। শুধু জানা নয়, ইন্টারনেট আর ইউটিউবের সাহায্যে এরই মধ্যে ১০৬টি ভাষায় নিয়াল কথা বলতে পারে গড়গড়িয়ে। লিখতেও পারে নিজের মাতৃভাষার মতোই। উচ্চারণে যাতে কোনো খুঁত না থাকে তার জন্য বাড়িতে আলাদা করে মা-বাবার কাছে ভাষাগুলো রপ্ত করছে সে। কী করে ভাষার প্রতি এত টান জন্মাল খুদে ভাষাবিদের? নিয়ালের কথায়, আমি নিজেই জানি না। ধীরে ধীরে নেট আর ইউটিউব ঘাঁটতে ঘাঁটতেই বোধহয় আগ্রহী হলাম ভাষা সম্বন্ধে। এভাবেই এক সময় দেখলাম, ১০৬টি ভাষা শিখে ফেলেছি। এর মধ্যে ১০ ভাষা ঠোঁটস্থ। 

আপাতত আরও পাঁচটি ভাষা শিখছি। বাবা শঙ্কর নারায়ণ যদিও ছেলের এ বিরল প্রতিভার জন্য ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে। একইসঙ্গে তার বক্তব্য, গেল বছর থেকে হঠাৎ করেই ছেলের মধ্যে এ আগ্রহ জন্মাল। প্রথম প্রথম ভাবতাম, ছেলেমানুষি ঝোঁক। নিজে থেকে হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকেই হয়তো কমে যাবে। পরে দেখি, আগ্রহ কমার বদলে বাড়ছে! তখন সাপোর্ট করে ওর পাশে দাঁড়ালাম। এক বছরের মধ্যে এত অল্পবয়সে একের পর এক ভাষা শিখতে শিখতে আজ ১০৬টি ভাষা ছেলের দখলে।
স্কুলের পড়াশোনার পাশাপাশি আপাতত ভাষা নিয়েই মজে আছে নিয়াল। পৃথিবীর সব ভাষা জানতে চায় সে। জলের মতো করে কণ্ঠবন্দি করতে চায় তাদের। নতুন করে আবিষ্কার করতে চায় অবলুপ্ত ভাষাও। নিয়াল এখন তার পড়শীদের ঈর্ষার কারণ। মা-বাবা, পরিবার-পরিজন, দেশের-দশের গর্ব। সূত্র : এনডিটিভি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]