প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মে ২৫, ২০১৯ | |
যানজট নিরসনে রাজশাহী নগরীর সড়কে আগামী ১ জুলাই থেকে দুই শিফটে লাল-সবুজ রঙের ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চলাচলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
রাসিক পরিষদের চতুর্থ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৃহস্পতিবার বিকালে নগর ভবনের সিটি হলরুমে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ জুলাই থেকে দুই শিফটে লাল-সবুজ রঙের ইজিবাইক এবং ব্যাটারিচালিত রিকশা চালু করার পাশাপাশি সরু চাকার রিকশা চলাচল নিষিদ্ধকরণসহ জনদুর্ভোগ লাঘবে পথচারী সড়ক চালু এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়কে একমুখী যান চলাচলের ব্যাপারে আলোচনা হয়। এ ছাড়া জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার টেকন, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযবসহ সব কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার উপস্থিত ছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |